পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আবারও করোনা আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল শনিবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো: রেজাউল করিম ইনকিলাবকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৯ জুন মন্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে বাসায় অবস্থান করছেন। হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া মন্ত্রীর অন্য কোনো জটিলতা নেই বলে জানান মো: জোউল করিম।
প্রসঙ্গত: এর আগেও আইনমন্ত্রী একবার করোনা আক্রান্ত হন। পরবর্তীতে তখনও নিজ বাসায় অবস্থান করেন। পরে আরোগ্য লাভ করেন। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৬ হাজার ৬ জনে। শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।