Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন প্রেসিডেন্ট কোন দলের নয় -মির্জাপুরে বার্নিকাট

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ৩:৩৭ পিএম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্রে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি কোন দলের নয়, তিনি যুক্তরাষ্ট্রের সমগ্র জনগণের প্রেসিডেন্ট। একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য মার্কিন জনগণ গভীর আগ্রহসহকারে অপেক্ষা করছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচিত নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে আগামীতে সুন্দর পরিবর্তন আসবে বলে মার্কিন জনগণ আশা করছেন বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সকালে মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত সকাল সাড়ে আটটায় কুমুদিনী মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এসময় তার সঙ্গে ছিলেন ইউএসআইডি বাংলাদেশের মিশনের পরিচালক জেনিনা জেরুজেলস্কী, লিগ্যাল অফিসার এলিক্সেস টেইলর গেনাডস। কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতী সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার ও মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

সেখানে তিনি মেডিকেল কলেজের বিপিপতি হলে অনুষ্ঠিত ফিস্টুলা ও গাইনিকলজি বিষয়ক রোগীদের নিরাপদ অস্ত্রোপচার বিষয়ক মার্কিন আর্মি প্যাসেফিক কমান্ডের মেডিকেল কোরের চিকিৎসকদের সেমিনারে অংশ নিয়ে বক্তৃতা করেন।

পরে তিনি কুমুদিনী লাইব্রেরি ও মিউজিয়াম, হাসপাতাল, নার্সিং স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এছাড়া তিনি ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে এবং কুমুদিনী হাসপাতাল কমপ্লেক্সে অবস্থিত আশানন্দ হলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
দুপুরে তিনি স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং কালে আরও বলেন, মানব সেবাই প্রতিষ্ঠিত দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠানগুলো এদেশের শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যুগ যুগ সেবা দিয়ে যাচ্ছে- যা অসাধারণ বলে তিনি উল্লেখ করেন। পরে তিনি মধ্যাহ্ন ভোজ শেষে মির্জাপুর ত্যাগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ