Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রফতানির উৎস কর বাড়ানো অযৌক্তিক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:১০ এএম

প্রস্তাবিত বাজেটে রফতানিমুখী শিল্পে রফতানির উৎস কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। গতকাল শুক্রবার বাজেট প্রতিক্রিয়া সংগঠনটি জানায়, বর্তমানে করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে পোশাক শিল্পসহ কোন রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো বহন করতে পারবে না। তাই এই হার পুর্ণবিবেচনার অনুরোধ জানিয়েছে বিকেএমইএ। তা না করা হলে রফতানি খাত বড় ধরনের সংকটে পতিত হওয়ার আশঙ্কা তাদের।
বিকেএমইএ জানায়, সারাবিশ্বব্যাপী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সকল কিছুরই দাম বেড়েছে। আমাদের উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু আমরা সে অনুযায়ী বায়ারদের কাছ থেকে দাম পাচ্ছি না। আবার সম্প্রতি গ্যাসের দামও বেড়েছে। তার আগে জ্বালানি তেলের মূল্য বেড়েছে। সবকিছুতেই আমাদের উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। কোন অবস্থাতেই আমাদের এত মুনাফার সুযেযাগ নেই যে এটাকে এই পর্যায়ে নিয়ে যাবে। কোভিড পরবর্তী পরিস্থিতে যখন আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, থকন এটাকে ১ শতাংশ করা কোনভাবেই যুক্তিসংগত নয় বলে আমরা মনে করছি।
তাই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র বাণিজ্য সচিব, এনবিআর চেয়ারম্যানকে এই সিদ্ধান্ত পুর্ণবিবেচনার অনুরোধ জানায় পোশাক খাতের এই সংগঠনটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ