পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এবারের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সময় উপযোগী বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন। বাজেটে ভর্তুকি বেশি দেয়া হয়েছে। এটা সবার জন্যই ভালো। এই বাজেটে তেমন কোনো প্রশ্ন নেই। স্বাস্থ্য-শিক্ষায় খুব জোর দেয়া হয়েছে। এই বাজেটে তিনিসহ সবাই খুশি বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জাহিদ মালেক। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনে অংশ নেন।
বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাজেটের ভালো দিক হচ্ছে, তেমন কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। বাজেটে গবেষণাকে জোর দেয়া হয়েছে। যেটা যুগোপযোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।