Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তাবিত বাজেটে সঠিক কোনো ব্যাখ্যা নেই

ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:০২ এএম

২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সাথে বাস্তবতার কোনো মিল নেই বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিবৃতিতে দিয়েছেন ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট গণবিরোধী। জাতীয় সংসদে ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার ঋণ নির্ভর ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। এত টাকার বাজেট জোগান দিতে দেশের জনগণের উপর পরোক্ষ কর আরোপিত হবে। বাজেটে দেশে জনগণের উন্নয়নে কোন খাতে কি পরিমাণ টাকা বরাদ্দ হবে এটার কোনো পরিস্কার দিক নির্দেশনা নেই। মাথাভারি বাজেট এর বরাদ্দের টাকা কাগজে কলমে বাস্তব, কিন্তু এর কোনো সঠিক ব্যাখ্যা নেই। তিনি বলেন, যারা জনগণের টাকা আত্মসাৎ এবং অবৈধভাবে অর্থ উপার্জন, কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচার করেছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ