Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে ন্যায্যমূল্য দাবিতে কাঁচা চা পাতা ফেলে মানববন্ধন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা: পঞ্চগড়ে কাঁচা চা-পাতার ন্যায্যমূল্য না পাওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাঁচা চা-পাতা ফেলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ক্ষুদ্র চা-চাষীরা। গতকাল পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষুদ্র চা-চাষীরা। ক্ষুব্ধ চা-চাষীরা জানান, চা কারখানা কর্তৃপক্ষ প্রতি কেজি কাঁচা চা পাতায় ৫০ শতাংশ কেটে নিয়ে মাত্র ৫০ শতাংশের দাম দিচ্ছে। এতে ক্ষুদ্র চা-চাষীদের প্রতিনিয়ত লোকসান গুণতে হচ্ছে। এদিকে সদর উপজেলার অমরখানা এলাকার ক্ষুদ্র চা-চাষীদের নিকট থেকে কাঁচা চা-পাতা কিনছেন না স্যালিলেন চা কারখানা কর্তৃপক্ষ। বাধ্য হয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাঁচা-চা-পাতা ফেলে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান ও ক্ষুদ্র চা-চাষী নুরুজ্জামান নুরু, আবু হোসেনসহ ক্ষুদ্র চা-চাষীরা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম । তিনি চা-কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি দ্রæত নিষ্পত্তির আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ