Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফার কেমিক্যালের রাইট ইস্যুর প্রস্তাব নাকচ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেডের রাইট ইস্যুর প্রস্তাব নাচক করেছেন শেয়ারহোল্ডাররা। গত সোমবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এ কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ প্রস্তাব নাকচ করেন তারা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ১জ:১ অনুপাতে (১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) প্রতিটি ১৫ টাকা দরে (৫ টাকা প্রিমিয়াম) রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ফার কেমিক্যাল। আর এ রাইটের টাকা দিয়ে নতুন ইউনিট হিসেবে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ স্থাপন করার কথা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু ১৪ নভেম্বর সকাল ১১টায় কুমিল্লার টাউন হলে অনুষ্ঠিত ইজিএমে রাইটের প্রস্তাব নাকচ করেন বিনিয়োগকারীরা। অন্যদিকে ফার কেমিক্যালের মূলধন বাড়ানোর প্রস্তাবেও অসম্মতি জানান বিনিয়োগকারীরা। কোম্পানিটি ৩০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। Ñওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ