Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩ উদ্ধার কাজ সমাপ্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। গতকাল দুপুরে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণার পর কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়। পাটনা-ইন্দোর এক্সপ্রেস নামে ওই ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত হওয়ার এ ঘটনায় প্রায় দু’শ মানুষ আহত হয়েছেন। এটিকে গত ৬ বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা বলে দেখা হচ্ছে।
গত রোববার ভোর ৩টার দিকে কানপুর জেলার পুখরায়ন শহরের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগামী এ ট্রেন বিহারের পাটনা থেকে মধ্যপ্রদেশের ইন্দোর শহর রুটে চলাচল করে। এতে পাঁচ শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।
কানপুরের সিনিয়র পুলিশ কর্মকর্তা দালজিত সিং জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া দু’টো কোচের নিচ থেকে আরও লাশ পাওয়া যেতে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং চিকিৎসক মিলে প্রায় আড়াইশ’ উদ্ধারকারী কাজ করেছেন।
কানপুরের সহকারী আইজি রাকেশ মাধক জানান, দুর্ঘটনায় প্রথমদিকে কয়েক ডজন মানুষের প্রাণহানির খবর মিললেও উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণার পর এ সংখ্যা ১৪৩ জনে দাঁড়িয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রেলওয়ে মন্ত্রী সুরেশ এক টুইট বার্তায় বলেছেন, এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং দোষী ব্যক্তিকে অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। সূত্র : এএফপি। (এ সংক্রান্ত আরো খবর পৃষ্ঠা-৬)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ