Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাঁচ শতাংশের মালিককে ডিপোর মালিক বলা কোনোভাবেই সমীচীন নয় : তথ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১১:১৩ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পাঁচ শতাংশের মালিককে ডিপোর মালিক বলা কোনোভাবেই সমীচীন নয়। তিনি বলেন, ‘সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোর পাঁচ শতাংশের মালিক আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানকে পুরো ডিপোর মালিক বানিয়ে দেয়া বিশাল ভুল এবং কোনোভাবেই সমীচীন নয়’।

মন্ত্রী আজ সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএম কনটেইনার ডিপোতে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের মালিকানা মাত্র পাঁচ শতাংশ আর ৯৫ শতাংশ হচ্ছে অন্যদের। সেখানে প্রায় ৬০ শতাংশ নেদারল্যান্ডের, মুজিবুর রহমানের মাত্র ৫ শতাংশ এবং বাকিটা আরেকজনের। এই ৫ শতাংশ মালিকানার সূত্র ধরে মুজিবুর রহমানকে ডিপোর মালিক বানিয়ে দেয়া বিশাল ভুল।’

হাছান বলেন, ‘এক্ষেত্রে প্রথম ভুলটা হয়েছে গণমাধ্যমে, যারা এই ভুলভাবে জিনিসটাকে উপস্থাপন করেছিলো তাদের। সেটির সূত্র ধরে বিএনপি মিথ্যাচার করা শুরু করেছে। সাংবাদিকরা মিসলিডিং প্রশ্ন করলে অনেক সময় সমাজ ভুল তথ্য পায়। আর যে সমস্ত রাজনৈতিক দল গুজব আর মিথ্যাচারের ওপর ভর করে রাজনীতি করে, তারাও সুযোগ পায়। সুতরাং মাত্র ৫ শতাংশের মালিককে প্রতিষ্ঠানের মালিক দেখানো কোনোভাবেই সমীচীন হয়নি।’

এসময় পদ্মা সেতু উদ্বোধন নিয়ে গুজবের বিষয়ে প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ২৫ জুন অবশ্যই পদ্মা সেতুর উদ্বোধন হবে। কেউ গুজবে কান দেবেন না। পদ্মা সেতু শুধু আমাদের স্বপ্নের সেতুই নয়, বাংলাদেশের সক্ষমতার প্রতীক। সমস্ত সমালোচনাকে উপড়ে ফেলে বিশ্ব বেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনা যে মহাযজ্ঞ সমাধান করতে পারেন, সেটার প্রতীক হচ্ছে পদ্মা সেতু।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এসোসিয়েশন অভ টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মন্ত্রী হাছান মাহমুদ।

মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন, এটকোর সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং পরিচালকদের মধ্যে আব্দুল হক, কাজী জাহেদুল হাসান, লিয়াকত আলী খান মুকুল, আহমেদ জুবায়ের, নাভিদুল হক, মো: আশফাক উদ্দীন আহমেদ, আব্দুস সামাদ লাবু, অতিরিক্ত সচিব খাদিজা বেগম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পদ্মা সেতু নিয়ে ড. হাছান বলেন, যে গোষ্ঠী পদ্মা সেতু নির্মাণ শুরুর সময় নরবলী দিতে হবে বলে গুজব রটিয়েছিলো ও তৎপ্রেক্ষিতে সারাদেশে ছেলেধরা গুজব রটিয়ে দেয়ায় বহু নিরীহ মানুষ হামলার শিকার হয়েছিলো, অনেকে মৃত্যুবরণও করেছিলো, সেই একই গোষ্ঠী এখনও গুজব রটানোর কাজগুলো করছে। যারা ভদ্র মানুষ কিন্তু অবলীলায় মিথ্যা কথা বলে তারাই এই গুজব রটানোর পেছনে আছে, নিজেরাও রটাচ্ছে।

‘মির্জা ফখরুল সাহেব জ্যেষ্ঠ মানুষ, তার সম্পর্কে বেশি বলতে চাই না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি হঠাৎ স্বপ্নে দেখেন। পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর নিয়ে মিথ্যাচার করেছেন কি না আমি জানি না। ২০০১ সালের ৪ জুলাই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সে নিয়ে স্মরণিকা প্রকাশ পেয়েছিলো। প্রধানমন্ত্রী এবং তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুর রহমান সাহেব বাণী দিয়েছিলেন। সেটির ছবি আমার কাছেও আছে। আর উনি এক কাল্পনিক কথা বলে বসলেন।’ দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরণের মিথ্যাচার ও বিভিন্ন সময় গুজব রটানোর কারণে দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার, তাহলে এগুলো বন্ধ হবে, বলেন হাছান মাহমুদ।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৯ জুন, ২০২২, ১:৩১ এএম says : 0
    মন্ত্রী মহোদয় নেদারল্যান্ডের মালিক মিষ্টার বার্ড পকৃত মালিক অর্থদাতা। আর অন্যরা শেয়ারের মালিকগন কৌশলী মালিক। এই বিএডিপো বিক্রি হচ্ছে চট্টগ্রামের সকল বোকারের কাছে তথ্য আছে? কৌশলী শেয়ারের মালিকগন এই ডিপো বিক্রি করতে দেয়নি। পকৃত অর্থদাতা শেয়ারের মালিক মিষ্টার বার্ড এর কোন ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই দেশে বিদেশে কোন তথ্য উপাপ্ত দেশের সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। আমি সংবাদে ক্ষুদ্র লিখনীর মাধ্যমে বলেছিলাম পকৃত মালিক কে বিএম ডিপোর?জড়িলতা বিশৃঙ্খলা আগুনের ঘটনা শেয়ারের কৌশলী মালিকগন মিষ্টার বার্ডের সাথে ডিপো বিক্রয় সংক্রান্তে কিছু ঝামেলা হয়েছিল কিনা?ইত‍্যাদি।তদন্তের বিষয় মামলার বিষয় এখন আইনের জটিল হিসাব কিতাব রাজনীতি ক্ষমতা অর্থ দেশে বিদেশে নানান প্রতিক্রিয়া মন্তব্য করা জটিল। একটি প্রশ্ন মন্ত্রী মহোদয় ৫ শতাংশ শেয়ারের মালিক মুজিবুর রহমান মুস্তাফিজুর রহমান কে প্রশ্ন করা জরুরী ছিল। এত বিরাট ট্রেজেড়ি বিশালাকার ক্ষয়ক্ষতি অদ‍্য শতাধিক মানুষের জীবন গেলো সরকারের বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনা হচ্ছে পকৃত মালিক না হয়ে জাতির সামনে মালিক সেজেছেন কেন? কি উদ্দেশ্য ছিলো? দেশের ক্রমবর্ধমান শক্তিশালী অর্থনীতি চাকা কারা বন্ধ করতে চায়? অর্থনীতির লাইফ লাইনে আগুনের ঘটনা সাধারণ ঘটনা হতে পারেননা। দেশীয় আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র আছে কিনা? আগুনের লেলিহান শিখা দূর্ঘটনা মনে হয় না। বর্তমানে প্রযুক্তি বিভিন্ন তথ‍্য উপাপ্ত সরকারের কঠোর সিদ্ধান্ত যদি থাকে প্রকাশ পাবে। বাংলাদেশের অর্থনীতির লাইপ লাইন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা কি ভাবে আছেন। কারা নিয়ন্ত্রণকারী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব‍্যাক্তিরা আইন শৃংখলা বাহিনী শতভাগ সজাগ থাকুন। বাংলাদেশের গতিশীল অর্থনীতিতে আঘাতের মাধ্যমে কারা লাভবান হবেন? ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া জাতির শ্রেষ্ঠকলম সৈনিকরা লিখুন জাতীয় স্বার্থে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ কিনা? বিএমডিপোর মালিক কে বড় বিষয় নয়। বাংলাদেশের অর্থনীতিতে ভয়ংকর হামলা কেন হলো? দায়িত্বশীল প্রতিষ্টান দায়িত্ব নিয়ে কথা বলেনা। আইন শৃংখলা যে কঠোরভাবে শক্ত ভাবে হওয়া হচ্ছে না? বিরোধী দল সব সময় সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে বলার মত হয়ে যায়। মন্ত্রী মহোদয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলো কে জরুরী বৈঠক করে রেট এলাট জারি করুণ। ত্রিশ হাজার কোটি টাকার বিশালাকার আত্মমর্যাদার পদ্ধাসেতু বানিয়ে দক্ষিণ এশিয়াই বঙ্গবন্ধুর কন‍্যা বিশ্বব‍্যাংক আন্তর্জাতিক চ‍্যালেঞ্জের বাস্তবায়ন করে বিশ্বে নজির বিহীন গৌরবময় মর্যাদাবান কাজ করেছেন বিশালাকার গর্বিত সম্মানের বিপরীতে পাশ্ববর্তীরা প্রতিযোগিতা পিছিয়ে পড়েছেন। অথ‍্যৎ অর্থনীতির শক্ররা শক্তিশালী দেশের প্রধানমন্ত্রীর জীবন নিরাপত্তা এখন সমগ্র জাতির কাছে গুরুত্ব এটি কথার কথা নয়। শ্রীলঙ্কা হলে কারা খুশী বাংলাদেশের মানুষ দেখছে। পাকিস্তান হলে কারা খুশী বাংলাদেশের মানুষ বুঝে। মাননীয় প্রধানমন্ত্রী ৪১ সালের আগেই বাংলাদেশ কে উন্নয়নশীল বাংলাদেশ করার বিশাল কমযজ্ঞ মহাপরিকল্পনার ভীষননারি লিডারশিপে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চক্রান্তকারী ষড়যন্ত্রকারী বিরোধী পক্ষ আছে থাকবে। বাংলাদেশের মানুষ কে বিশ্বের মাঝে মর্যাদাবান সম্মানীত জাতি আত্মমযাদাশীল জাতি হিসাবে ইতিমধ্যে বঙ্গবন্ধুর কন‍্যা প্রতিষ্টিত করেছেন। এই বাংলাদেশের বিরাট খতি হচ্ছে স্বজনপ্রীতির জন্যে। বি এম ডিপো ঘটনা দূর্ঘটনা রাষ্ট্রের বিশালাকার খতি সরকারের পক্ষে ফায়ার ফাইটার এতোগুলো শহীদের জন্যে রাষ্ট্র এক দিনের শোক পালন করলো না। পকৃত ঘটনা রহস্যময় সরকারের কি ভূমিকা সময় উত্তর দেবে। ৫ শতাংশ মালিক কিভাবে দেশের মানুষের কাছে নিজের ডিপো দাবী করেন?এটিও কি রহস্যময়
    Total Reply(0) Reply
  • Yousman Ali ৯ জুন, ২০২২, ১১:০৭ এএম says : 0
    হা ভাই কিছু বুঝিনা কোথা থেকে কি হল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ