Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্থানে ফিরল পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ১২:০০ এএম

দু’দিন পতনের পর সপ্তাহে চতুর্থ কর্মদিবসে উত্থানের যাত্রায় ফিরেছে দেশের পুঁজিবাজার। দিনভর সূচক ওঠানামা শেষে গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।
ডিএসইর তথ্য মতে, বাজারটিতে ৩৭৯টি প্রতিষ্ঠানের ২৯ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার ৬৬৫টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৯০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪০টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট।
ডিএসইতে ৯১৯ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর একদিন আগে লেনদেন হয়েছিল ৭৩৯ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে আইপিডিসি, জেএমআই, ওরিয়ন ফার্মা, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বিএসসি, বিডিকম, রিং সাইন, ফুয়াং ফুড এবং জিএসপি ফাইন্যান্স লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৭পয়েন্টে। বাজারটিতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৫৮৩ টাকা। এর একদিন আগে লেনদেন হয়েছে ৩৫ কোটি ১ লাখ ৭৪ হাজার ১১০ টাকা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ