Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে প্রতারণার শিকার কর্মীদের দুর্বিসহ জীবন

দেশে ফিরিয়ে আনতে বিএমইটি আবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১০:০০ পিএম

সউদী আরবে রিয়াদের অদূরে প্রবাসী বাংলাদেশি কর্মী কাজ না পেয়ে অবরুদ্ধ জীবন যাপন করছে। প্রতারণার শিকার এসব কর্মীদের অনেকেই ঠিক মতো খাবার ও পানি পাচ্ছে না। তারা দুর্বিসহ জীবন যাপন করছে। মোবাইল ফোনে আত্মীয় স্বজনের কাছে কষ্টের কথা জানিয়ে কান্না কাটি করে দিন কাটাচ্ছে তারা। ভাড়া বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তারা খাবার ও গোসলের কোনো পানি পাচ্ছে না। পার্শ্ববর্তী মসজিদের গিয়ে ফাকে ফাকে তারা গোসল ও খাবার পানি সংগ্রহ করে কোনো মতে জীবন বাঁচিয়ে চলছে। হোপ ২১ লিমিটেড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সউদী যাওয়া নারায়ণগঞ্জের খানপুর ব্যাংক কলোনীর মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাজু আহমেদকে গত দু’মাসেও কাজ দিতে না পারায় তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং তিন লাখ টাকা আদায়ের জন্য গত ৬ জুন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলমের কাছে লিখিত অভিযোগ পেশ করা হয়েছে।

রিয়াদ থেকে অবরুদ্ধ রাজু আহমেদ কান্না জড়িত কণ্ঠে ইনকিলাবকে জানান, গত দু’মাসেও আমাকে কফিসোপে কাজ দিতে পারেনি। সম্প্রতি হোপ ২১ লিমিটেডের মালিক মকবুল আহমদ আমাদের সাথে দেখা করে বলেছেন, তোমাকের দু’ই এক দিনের মধ্যেই চাকরি দেয়া হবে। তবে ইকামা হাতে দিয়ে শুধু ছবি তুলে নেয়া হয়েছে। তিনি বলেন, হোপ ২১ লিমিটেডের প্রায় ৩৫ জন কর্মী অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এদের মধ্যে মহিবুল, রাকিব, আ.রহমান ও মোতালেব রয়েছে। পার্শ্ববর্তী রুমে আরো কয়েকটি এজেন্সির বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী অবরুদ্ধ রয়েছে। তারা তিন চার মাস যাবত কোন কাজ পাচ্ছে না।

রাজু আহমেদের পিতা জাহাঙ্গীর আলম ইনকিলাবকে বলেন, প্রতারক রিক্রুটিং এজেন্সির মালিক মকবুল আহমেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এবং আমার ছেলে রাজুকে দেশে ফিরিয়ে আনতে বিএমইটির মহাপরিচালকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছি। আজ বুধবার রাতে হোপ ২১ লিমিটেড রিক্রুটিং এজেন্সির মালিক মকবুল আহমেদের সাথে এ ব্যাপারে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ