পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এ প্রকল্প হতে দেবে না জনগণ : অধ্যাপক আনু মুহাম্মদ
বাংলাদেশের জনগণ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প হতে দেবে না বলে জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
গতকাল সোমবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘর থেকে নিউমার্কেট পর্যন্ত পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে ২৬ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ সফল করতে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রার আয়োজন করা হয়।
তিনি বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে গোটা জাতি আজ একতাবদ্ধ। সরকার এই গণজোয়ার ঠেকিয়ে রাখতে পারবে না। জনগণ সম্মিলিতভাবে এই তৎপরতা রুখবে।
আনু মুহাম্মদ বলেন, সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রতারণামূলক বক্তব্য অব্যাহত রেখেছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে সকল বিশেষজ্ঞ যেখানে মত দিয়েছে, সেখানে মিথ্যা বক্তব্য দিয়ে সরকার বিধ্বংসী এই প্রকল্পকে জায়েজ করতে চাইছে।
তিনি বলেন, সারা বিশ্ব যেখানে নিরাপদ ও সস্তা বিকল্প জ্বালানির দিকে যাচ্ছে, সেখানে বাংলাদেশকে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের নামে ভারত ও চীনের বাতিল প্রযুক্তির ডাস্টবিনে পরিণত করা হচ্ছে। এ সময় ২৬ নভেম্বরের সমাবেশে উপস্থিত থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে রায় দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা তৈমুর খান অপুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, সিপিবির ঢাকা মহানগরের নেতা সিকান্দার হায়াত, বাসদ এর কেন্দ্রীয় নেতা জুলফিকার আলী, গণসংহতি আন্দোলনের ঢাকা নগর সমন্বয়ক মনিরুদ্দীন পাপ্পু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।