Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ পালনে ৪৫ দিনের ছুটি পাচ্ছে ২৪ চিকিৎসক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৪:২৭ পিএম

দেশ ছাড়তে শুরু করেছে হজের ফ্লাইট। এরইমধ্যে অনেকে দেশ ছেড়েছেন। করোনার পরে এবার সুস্থভাবে হজ পালন করতে পারবে সবাই। পবিত্র হজ পালনের জন্য একসাথে ৪৫ দিনের ছুটি পেলেন ২৪ চিকিৎসক।

বুধবার (৮ জুন) পবিত্র হজ পালনের জন্য ছুটি মঞ্জুর করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাগণ হজ পালনের জন্য সংশ্লিষ্ট দেশে ভ্রমণের অনুমতিসহ ১৯৫৯ সালের নির্ধারিত ছুটি বিধিমালার ৩(১) বিধি মোতাবেক ৪৫ দিনের ছুটি কাটাতে পারবে। তবে তাদের জন্য কিছু বিধিমালা পালন করতে হবে -

বিধিমালাগুলো হলো -

১. ছুটি শেষ কর্মকর্তাগণ যথাসময়ে দেশে ফিরে কর্মস্থলে যোগদান করবেন;

২. ছুটিকালীন সময়ে বেতন-ভাতাদি বাংলাদেশ থেকে দেশি মুদ্রায় উত্তোলন করবেন;

৩. এ ভ্রমণে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না;

৪. এ ভ্রমণে যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেই বহন করবেন;

৫. যাতায়াতের সময় মঞ্জুরীকৃত ছুটির অন্তর্ভুক্ত;

৬. ছুটি মঞ্জুরের তারিখের ৩৫ দিনের মধ্যে ছুটি আরম্ভ হবে।

রাষ্ট্রপতির জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আদেশ জারি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ