Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টারসহ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০১ এএম

রাজধানীর শ্যামপুর থেকে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটারসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, ইতোপূর্বে র‌্যাব-৩ কর্তৃক গ্রেফতার অবৈধ নেটওয়ার্ক জ্যামার ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে, অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রয়কারী চক্রের কিছু সদস্য দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর এলাকায় অবৈধভাবে মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রি করে আসছে। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল এবং বিটিআরসির প্রতিনিধিদের উপস্থিতিতে গত সোমবার রাতে শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।
তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আলুকান্দায়।
এসময় তার কাছ থেকে মোবাইল নেটওয়ার্ক বুস্টার বা রিপিটার সাতটি, বুস্টারের আউটডোর অ্যান্টেনা ২৯টি, বুস্টারের ইনডোর অ্যান্টেনা ৫৪টি, বুস্টারের ক্যাবল দুটি, মোবাইল ফোন একটি এবং সিমকার্ড দুটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার লোকমান জানান, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রি করে আসছিল। লোকমান ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি উচ্চ মূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটারসহ এর যন্ত্রাংশ লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিক্রি করছিল।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ