পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কদের বলেছেন, সরকার দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের কোথাও জবাবদিহি নেই। এর কারণ, দলীয়করণের কারণে অযোগ্য ও অদক্ষরা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে আছে। গতকাল সোমবার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আবার সকল কাজই দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হয়, তাই জবাবদিহির কোনো সুযোগ থাকে না। এ কারণে কেউই দায়িত্ব পালনে সচেতন নয়। তিনি বলেন, বাংলাদেশে দুর্ঘটনা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, এ কারণেই দুর্ঘটনা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়। এ সময় আরও বক্তব্য রাখেন সাহিদুর রহমান টেপা, এড. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরিফা কাদের, এড. জহিরুল হক প্রমুখ।
সেনাপ্রধানের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এই আলোচনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যায়। -আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।