Inqilab Logo

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বার্ন ইউনিটে ভর্তি কেউই শঙ্কামুক্ত নয়

সীতাকুণ্ড বিস্ফোরণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:০৮ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মো. আবুল কালাম।

গতকাল সোমবার তিনি সাংবাদিকদের আরো বলেন, চট্টগ্রামে যে মর্মান্তিক ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে ১৪ জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এসেছেন। এ ১৪ জনের মধ্যে চারজন খুবই ক্রিটিক্যাল। তারা আইসিইউতে আছেন। এদের মধ্যে একজন ৮০ ভাগ বার্ন, তিনি আমাদের ফায়ার সার্ভিসের কর্মী। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন। আরেক জনের ৬৪ ভাগ পুড়ে গেছে, তিনিও ফায়ার সার্ভিসের কর্মী। উনিও আইসিইউতে আছেন। আর ১৪ জনের বাইরে এক জনের কোনো ধরনের বার্ন না থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়েছে। তবে যেহেতু সবাই পোড়া রোগী, সেহেতু কেউই শঙ্কামুক্ত নয়।
তিনি বলেন, এ রোগীদের জন্য আমরা স্পেশাল ওয়ার্ড করেছি। তারা সেখানে আছেন। এদের মধ্যে চারজন আছেন যারা দ্রুতই সুস্থ হওয়ার পর্যায়ে চলে যাবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে। তবে এ ১৪ জনের মধ্যে সবারই কোনো না কোনোভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটার বিষয়ে আমরা এখনও পরিষ্কার না। তবে তারা সবাই দেখতে পারছেন, দেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঢামেকের চক্ষু বিভাগে যে বিভাগীয় প্রধান আছেন, উনি ও তার সহকর্মীরা এসে দেখে গেছেন এবং চিকিৎসা দিয়ে গেছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রোগীদের সর্বাত্মক চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, এখানে যেই ১৪ জন এবং চট্টগ্রামে যে ৫২ জন রোগী আছেন, তারা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। ডাক্তার মো. আবুল কালাম আরও বলেন, এছাড়া আমাদের এখানে আমরা সকালবেলা ১০ সদস্য বিশিষ্ট একটা মেডিক্যাল বোর্ড করেছি। আমরা সবাই মিলে বসেছি এবং রিভিউ করেছি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব ধরনের সাপোর্ট বিনামূল্যে দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ