Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৭ ওয়ার্ডে নতুন কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ৮:৩০ পিএম
ঢাকা মহানগর উত্তরের ১৭টি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। এসব কমিটির নেতারা সম্মেলনের মাধ্যমে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
১৭টি ওয়ার্ডের যারা নতুন নেতৃত্ব পেয়েছেন- উত্তরা পূর্ব থানার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি সুরুজ আলম ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম; উত্তরখান থানার  ৪৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মারজান হাওলাদার ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন; ৪৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: রিপন;  ৪৬ নম্বর ওয়ার্ডের সভাপতি রায়হানুল রাছেত ও সাধারণ সম্পাদক মেহেদী খান দুলাল,  দক্ষিনখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল; ৪৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না; ৪৯ নম্বর ওয়ার্ডের সভাপতি কামরুজ্জামান শরিফ ও সাধারণ সম্পাদক নুরুল আকতার; ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি সালাহউদ্দিন খান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান; বিমানবন্দরের (সাংগঠনিক ওয়ার্ড) সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল; উত্তরা পশ্চিম খানার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস সামাদ আজাদ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল; ৫১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা; তুরাগ থানার অন্তর্গত ৫২ নম্বর ওয়ার্ডের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক;  ৫৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক কবির হোসেন চৌধুরী; ৫৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন; খিলক্ষেত থানার ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শাকিল হোসেন ও সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ;  ৪৩ নম্বর ওয়ার্ডের সভাপতি দীদার আহম্মেদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং  ৪৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল হক ও সাধারণ সম্পাদক এসএম জামান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ