Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড পঞ্চমবার ইবিএল’র এমডি হলেন আলী রেজা ইফতেখার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ৬:৪০ পিএম

ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন আলী রেজা ইফতেখার। এ নিয়ে পঞ্চমবারের মতো তিনি বেসরকারি এই ব্যাংকটির এমডি হলেন। ২০২৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত অর্থাৎ অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি ইবিএলের শীর্ষ এই পদে দায়িত্ব পালন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আলী রেজা ইফতেখার ২০০৭ সাল থেকে ইস্টার্ন ব্যাংকের এমডির দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাদেশে সরকারি-বেসরকারি কোনো ব্যাংকেই কোনো এমডি এত দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেননি।

ইফতেখার ২০১২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ’সিইও অফ দ্য ইয়ার ২০১২’ পুরস্কারে ভূষিত হন। ২০২০-২১ এবং ২০১৪-১৫ মেয়াদে দেশের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ব্যাংকিং জগতে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী আলী রেজা ইফতেখার টেকসই প্রবৃদ্ধির একজন প্রবক্তা। তিনি সফলভাবে আন্তর্জাতিক উত্তম চর্চা এবং নৈতিক ব্যাংকিং প্রবর্তনের মাধ্যমে ইস্টার্ন ব্যাংককে দেশের শীর্ষস্থানীয় একটি আর্থিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তার নেতৃত্বে ইবিএল অসংখ্য স্বীকৃতি লাভ করেছে। যার মধ্যে রয়েছে- ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ব্যাংকিংয়ের পক্ষ থেকে দেয়া ‘দ্রুততম প্রবৃদ্ধিশীল ডিজিটাল ব্যাংক ২০২১’ পুরস্কার, পরপর দুই বছর ব্যাংকার ম্যাগাজিনের ‘ব্যাংক অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড, ২০১৩ থেকে ২০১৮ সাল টানা ছয় বছর দি এশিয়ান ব্যাংকার থেকে ‘বাংলাদেশের শ্রেষ্ঠ রিটেইল ব্যাংক’, পরপর তিন বছর ইউরোমানি কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক’, চার বছর এশিয়া মানি কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ঠ করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক’।

এ ছাড়া ২০১৭ এবং ২০১৯ সালে ফাইন্যান্স এশিয়ার ‘বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক’, ‘বেস্ট পার্টনার ফর ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন’ হিসেবে আইএফসি গ্লোবাল অ্যাওয়ার্ড, আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স, ২০১০ সালে ডিএইচএল-ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে ‘শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান’ পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক।

দীর্ঘ ৩৭ বছরের ক্যারিয়ারে ইফতেখার স্থানীয় বেসরকারি ও আন্তর্জাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে রয়েছে ব্যাংক ইনদোসুয়েজ এবং এবি ব্যাংক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং গ্র্যাজুয়েট ইফতেখারের ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট কমপ্ল্যায়েন্স এবং ব্যাংকিং খাতে রেগুলেটরি বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৪ সালে ইবিএলে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পর ২০০৬ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর ২০০৭ সাল থেকে তিনি ব্যাংকটির এমডির দায়িত্ব পালন করে আসছেন।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ