পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করুন। ২৫ সিন্ডিকেটের মাধ্যমে দেশটিতে কর্মী পাঠালে অভিবাসন ব্যয় বাড়বে। এতে আইএলও এর কনভেনশন লঙ্ঘিত হবে এবং দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে। সিন্ডিকেট চক্র শত শত কোটি টাকা অবৈধভাবে লেনদেন করে পুরো জনশক্তি রফতানির প্রক্রিয়াকে নিজেরা নিয়ন্ত্রণ করতে চায়।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মোস্তফা মাহমুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি রিয়াজ উল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন, বায়রার সাবেক শীর্ষ নেতা গোলাম মোস্তফা বাবুল, বায়রার সাবেক শীর্ষ নেতা আকবর হোসেন মঞ্জু, রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান, মহাসচিব আরিফুর রহমান, রেহানা বেগম ও কাজী আব্দুর রহিম।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নামে ২৫টি এজেন্সির সিন্ডিকেট ২৫ হাজার কোটি টাকা পাচারের পাঁয়তারা করছে। এই সিন্ডিকেটকে দেশের উন্নয়ন বিরোধী, মুদ্রা পাচারকারী, অভিবাসী শ্রমিকদের অর্থ লুণ্ঠনকারী ও স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানান তারা। সংগঠনের মহাসচিব মোস্তফা মাহমুদ বলেন, প্রবাসী কর্মী ও দেশের স্বার্থেই মালয়েশিয়ার শ্রমবাজার সকল এজেন্সির মাধ্যমে চালু করতে হবে। পরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। পরে পুলিশী বাধার মুখে মানববন্ধন পন্ড হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।