Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীতে যুবক আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৬, ১২:৫৭ এএম

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফুয়াদ (২৫) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফুয়াদ একটি এনজিও প্রতিষ্ঠানের মাঠকর্মী।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা (মামলা নং-২০) করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ফুয়াদকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে নিপীড়নের শিকার ওই শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। দু’দিন আগে শিশুটির শ্লীলতাহানি ঘটায় ওই যুবক। ওসিসির সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, শিশুটির ফরেনসিক টেস্ট করানো হচ্ছে। তার গায়ে কামড়ের দাগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ