পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : ঈগল স্টার টেক্সটাইল মিলস লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোম্পানির দেওয়ানহাটস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার নির্ধারিত সভাপতি কোম্পানির চেয়ারম্যান এম আবু তাহেরের অনুমতিক্রমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর আলম সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. শাহীন আলম, মোহাম্মদ নিজামুল আলম, এম সরোয়ার আলম, স্বাধীন পরিচালক আরিফ আহমেদ, কোম্পানির জেনারেল ম্যানেজার নিপুর চৌধুরী। সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম মনজুর আলম ২০১৫-১৬ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং উপস্থিত শেয়ার হোল্ডারদের মধ্যে আলোচনা করেন। কবির আহম্মদ, হিরালাল বনিক, এস এম জসিম উদ্দিন, কামরুননাহার বেগম তাদের সম্মতি প্রদান করেন। মনজুর আলম মিলের সার্বিক ব্যবস্থাপনা ভবিষ্যৎ পরিকল্পনায় সকল শেয়ারহোল্ডারসহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। সভা পরিচালনা করেন কোম্পানির সচিব নিপুর চৌধুরী। সভায় কোম্পানির চেয়ারম্যান এম আবু তাহের উপস্থিত সকলের দীর্ঘায়ু এবং কোম্পানির সাফল্য কামনা করে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।