Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে-নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০৩ এএম

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকারের পায়ের নিচের মাটি সরে যাওয়ায় ছাত্রলীগ, যুবলীগককে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় থাকতে চায়। বিরোধী ও ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালাতে ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়েছে এ সরকার।
সিলেটের কানাইঘাটে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে গতকাল এক প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন।
মিছিলটি গণঅধিকার পরিষদের ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে শুরু হয়ে পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সামনে দিয়ে কাকরাইল মোড় ঘুরে বিজয়নগর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নুরুল হক নুর বলেন, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি লুটপাটে ব্যস্ত সেখানে আমাদের নেতাকর্মীরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক কাজ করছে।
তিনি বলেন, পৃথিবীর কোন স্বৈরাশাসকই স্থায়ী হয়নি, এরাও পতনের দ্বারপ্রান্তে এসে গেছে। সরকার পরিবর্তন হলে দেশে থাকতে হবে, রাজনীতি করতে হবে, সময় থাকতে ভালো হয়ে যান, সহিংস পথ থেকে সহনশীলতার পথে আসেন।
সিলেটের কানাইঘাটে গত বুধবার ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় আব্দুল্লাহ আল মামুন সুজন, সামাদ আজাদ, সৈয়দ আলবাব, সাব্বির, তোফায়েল, রাহাতসহ ১৫ থেকে ১৬ নেতাকর্মী আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ