পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর চাক্তাই চাল বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যবৃদ্ধি মজুদ করার দায়ে ছয় আড়তদারকে জরিমানা ও একটি আড়ত সিলগালা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনভর এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। চাক্তাই চালের আড়তের পাশাপাশি বন্দর মার্কেটেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
চালের দাম বৃদ্ধি ঠেকাতে খাতুনগঞ্জ-চাক্তাই চালের আড়তের এসএ ট্রেডার্স, সাদ এন্টারপ্রাইজ, আল্লাহর দান চাউল ভাণ্ডার ও গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজের আড়ত সিলগালা করে দেয়া হয়। এছাড়া বাগদাদ রাইচ এজেন্সিকে দুই হাজার টাকা এবং হাশেম ব্রাদার্স ও মেসার্স হাজি অহিদুর রহমানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।