পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস ও অগনিত মুসলমান হত্যার তীব্র নিন্দা করেছেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ। তারা হত্যাকা- বন্ধে সুচির ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, রোহিঙ্গাদের বিষয়ে সরকারের ভূমিকা দেশবাসীকে ব্যথিত করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের সূচিকে চাপ প্রয়োগ করতে হবে। মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা নিরীহ, নিরাপরাধ মুসলমান শিশু, নারী ও পুরুষকে নির্মমভাবে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। তাদের অন্যায় তারা মুসলমান। বিশ্বের দেশে দেশে তাবৎ আল্লাহদ্রোহী শক্তিগুলো বিশ্বকে মুসলিমশূন্য করার খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, আল্লাহর রাসূল সা: এর ঘোষণা অনুযায়ী সারা পৃথিবীর সকল মুসলমান একই সুতোয় গাঁথা, এক দেহের ন্যায়। কাজেই মুসলমান নির্যাতিত হলে আমরা তা সহ্য করতে পারি না। গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। মজলিসে আমেলার সভায় মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি ১২ ডিসেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির স্ট্যান্ডিং কমিটির সভায় বলা হয়েছে, মিয়ানমারের আরাকানে রাষ্ট্রীয় সন্ত্রাসের নামে নিরীহ রোহিঙ্গাদেরকে হত্যা করার অধিকার কারো নেই। জংলী-নীতি প্রয়োগের দ্বারা রোহিঙ্গাদের মৌলিক অধিকার ক্ষুন্ন করা চলে না।
গতকাল বাদ মাগরিব সহ সভাপতি অধ্যাপক এহতেশাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মাওলানা আবদুল লতিফ নেজামী, যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আশরাফুল হক ও মুফতি জিয়াউল হক মজুমদার প্রমুখ।
ইসলামী ঐক্য আন্দোলন
ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ মিয়ানমারে মুসলমানদের ওপর হত্যাকা- বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তা কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না। তারা বলেন, মিয়ানমারে মুসলিম হত্যার ব্যাপারে বাংলাদেশ সরকারের ভূমিকা ব্যথিত করেছে। নেতৃবৃন্দ মিয়ানমার সরকারের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
আজ বিকেলে সংগঠনের নিয়মিত মাসিক বৈঠকে তারা এসব কথা বলেন। ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেনÑ সংগঠনের সেক্রেটারি জেনারেল ড. মওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ, জয়েন্ট সেক্রেটাার মোস্তফা তারেকুল হাসান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।