Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড. কলিমউল্লাহসহ তিন জনের বিরুদ্ধে মামলা

কুসিক নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০০ এএম

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ৬০ কোটি টাকা লেনদেন হয়েছে টকশোতে এমন মন্তব্যের জের ধরে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে ওই টকশোর আরেক অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এবং সঞ্চালক হাসিনা আক্তারকেও। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।

বাদীর আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে আদালত মামলা গ্রহণ করে পুলিশের চট্টগ্রামের সাইবার ক্রাইম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ১২ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। গত ১৩ মে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেওয়া হয়। মামলার বাদী অভিযোগ করেন, গত ১৯ মে লন্ডনভিত্তিক ইউটিউব চ্যানেল টেবিল টক ইউকে আয়োজিত এক টকশোতে উপস্থিত ছিলেন নাজমুল আহসান কলিমউল্লাহ ও মনিরুল হক চৌধুরী।

সঞ্চালনা করছিলেন হাসিনা আক্তার। টকশোতে নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, মনোনয়নের জন্য আহসানুল হক রিফাত ১৩ কোটি টাকা খরচ করেন। পরে আবার বলেন ২০ কোটি টাকা। সর্বশেষ বলেন ৬০ কোটি টাকা। মনিরুল ও হাসিনা তাকে সমর্থন দেন। এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। এছাড়া তিনজন মিলে মেয়র প্রার্থী, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং আমাকে নিয়েও মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বিভিন্ন কথা বলেন। এজন্য বাধ্য হয়ে আমি আইনের শরণাপন্ন হয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ