Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডটলাইনস গ্রুপের চিফ গ্রোথ অফিসার হিসেবে নিযুক্ত হলেন আশিকুর রহমান রেয়ান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ৪:২৭ পিএম

“ডটলাইনস” মূলত একটি প্রযুক্তিগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা বাংলাদেশসহ ১৬ টি দেশ থেকে ক্ষেত্রবিশেষে ২১টি গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছে। সিঙ্গাপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির হেডকোয়ার্টার। ডটলাইনস বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য জনাব আশিকুর রহমান রেয়ানকে নিয়োগ দিয়েছে “চিফ গ্রোথ অফিসার” পদে।

চিফ গ্রোথ অফিসার রেয়ান, নেতৃস্থানীয় কর্মকর্তাদের সাথে কাজ করবেন কোম্পানির বিকাশের লক্ষ্যে। “ব্যবসায়িক প্রক্রিয়া ও জীবনকে সহজ করা” এই মূলনীতির সাথে সামঞ্জস্য রেখে তিনি বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ ও নীতিমালা গ্রহণে ফলপ্রসু ভূমিকা রাখবেন যা ডটলাইনসের সার্বিক বিকাশকে আরও গতিশীল করবে।

 

স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জনাব রিয়ানের। তিনি কাজ করেছেন বিপ্রপার্টি ডট কমের ডিরেক্টর কমার্শিয়াল, ওটিটি প্ল্যাটফর্ম আইফ্লিক্স-এর কান্ট্রি হেড, গ্রামীণফোনের হেড অফ ইনোভেশন, রকেট ইন্টারনেট এসই- এর সিইও, এরিকসনের কমিউনিকেশন কান্ট্রি হেড, কিউবি- এর হেড অফ ব্র‍্যান্ডস এন্ড কমস এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো-এর টিম লিডারের মতো গুরুত্বপূর্ণ পদে।

 

রেয়ান জানান- আমি ডটলাইনস টিমের সঙ্গে যোগদান করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। গ্রাহক এবং ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে যেসকল সমস্যার মুখোমুখি হন, সেইসব সমস্যার প্রযুক্তিগত সমাধান করে থাকে ডটলাইনস গ্রুপ। ই-কমার্সভিত্তিক বিজনেসগুলোতে ডিজিটাল সার্ভিস দেওয়ায় প্রতিষ্ঠানটি আছে বেশ শক্তিশালী ও সম্ভাবনাময় অবস্থানে। এর কারণ হচ্ছে, ডটলাইনসের রয়েছে পরিপূর্ণ ইকোসিস্টেম। ডটলাইনসের অভাবনীয় ব্যবসায়ীক সাফল্যের পিছনে এই বিষয়গুলোই কাজ করছে।

 

ডটলাইনস গ্রুপের প্রেসিডেন্ট মাহবুবুল মতিন বলেন, অভিনব সব ব্যবসায়িক উদ্যোগে সফলতা আনা এবং প্রতিষ্ঠানকে বড়ো করে তুলায় রেয়ানের আছে পরীক্ষিত সাফল্য। রেয়ানের ডটলাইনসের লিডারশিপ টিমে যোগদান করায় ডটলাইন পরিবার অত্যন্ত আশাবাদী ও আনন্দিত। ডটলাইনস তার হাত ধরে আগামীতে আরও বড়ো পরিসরে কাজ করার ক্ষত্রে এগিয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ