Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন -কাজী রকিবউদ্দীন আহমদ

নতুন নির্বাচন কমিশন গঠনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:০৭ পিএম

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। ফেব্রুয়ারিতে গঠন করা হবে নতুন নির্বাচন কমিশন (ইসি)। আর নতুন এ নির্বাচন কমিশন গঠনে প্রেসিডেন্ট সবার সঙ্গে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে মনে করছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
গতকাল রবিবার জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এসময় নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রস্তাবের  বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
কাজী রকিব জানান, নতুন নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব সংবিধান মহামান্য প্রেসিডেন্টকে দিয়েছে। প্রেসিডেন্ট কীভাবে এটা করবেন সেটা তিনি নির্ধারণ করবেন। আই এম শিউর তিনি সঠিকভাবে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
এর আগে ৩১ অক্টোবর ইসি গঠনে বর্তমান কমিশন প্রেসিডেন্টের কাছে কোনো প্রস্তাবনা দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী রকিব বলেছিলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সংবিধানে বলা আছে। আইন হলে আইন হবে। যতদিন আইন না হয় ততদিন সংবিধান অনুসারে হচ্ছে। (সিইসি ও ইসির নিয়োগ) এটা একটা চলমান প্রক্রিয়া সে মোতাবেক হবে। গতবার একটা সার্চ কমিটির মাধ্যমে এটা হয়েছে। এবার কি হয় দেখা যাক, এখনো বেশ অনেক সময় আছে।
তৎকালীন প্রেসিডেন্ট জিল্লুর রহমান ২০১২ সালে ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করেন। ৮ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবে, তার অধীনেই ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।
নতুন নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, সেই কমিশনের অধীনে কীভাবে আগামী নির্বাচন হবেÑ  সে বিষয়ে গত শুক্রবার ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
৫ জানুয়ারির নির্বাচনসহ অধিকাংশ নির্বাচনে কাজী রকিব নেতৃত্বাধীন বর্তমান কমিশনের অধীনে অংশ নেয়নি বিএনপি। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন ইসি গঠনের দাবি জানিয়ে আসছে দলটি।



 

Show all comments
  • সাব্বির ২১ নভেম্বর, ২০১৬, ৯:৫৭ এএম says : 0
    একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ