Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসইসির পদক্ষেপে চাঙা পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৭ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিনিয়োগকারীদের আশার বাণী শোনানোর পর সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা দেখা গেছে। গতকাল রোববার প্রকৌশল, বিমা, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।
এসব খাতের শেয়ারে বিক্রেতার তুলনায় ক্রেতা বেশি থাকায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৩১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৬৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে গত বৃহস্পতিবার ও রোববার টানা দু’দিন পুঁজিবাজারে উত্থান হলো। তবে তার আগে গত বুধবার দরপতন হয়েছিল।
গত বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যান বলেন, আগামী সপ্তাহ থেকে পুঁজিবাজারে ভালো কিছু হবে। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ঘণ্টা আলাপ হয়েছে। আশা করছি, সবাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বিনিয়োগকারীদের উদ্দেশ করে তিনি বলেন, বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার মতো বড় কিছু নেই। আপনারা অন্যের কথায় কান দেবেন না। গুজবে প্রভাবিত হয়ে প্রতারিত হবেন না।
শিবলী রুবাইয়াত বলেন, আমাদের বড় কোনো সমস্যা নেই। দেশের অর্থনীতি খুবই শক্তিশালী। ভয়ের কিছু নেই। বর্তমানে বহির্বিশ্বের কারণে একটু সমস্যা হচ্ছে, এটা সাময়িক।
বিএসইসি চেয়ারম্যানের এমন বার্তার পর প্রথম কর্মদিবসে পুঁজিবাজারে উত্থান হয়েছে। পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থাহীনতা ছিল সেই সমস্যার সমাধান হয়েছে। ডিএসইর তথ্য মতে, বাজারে ৩৭৭টি প্রতিষ্ঠানের ২১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৪২৪ শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৪২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টির।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩১ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ২৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট।
ডিএসইতে ৮৩৩ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ১২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয় আইপিডিসি, বিডি ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আরডিফুড, ফরচুন সুজ, বিএসসি, এসিআই ফরমুলেশন, জেএমআই হসপিটাল এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৭ পয়েন্টে। এ বাজারে ২৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টির। এ দিন লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ ৪ হাজার ২৭৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৩১ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ