Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুন-জুলাইতে থানা-ওয়ার্ডের সম্মেলন

ঢাকা উত্তর-দক্ষিণ আ.লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৭ এএম

আগামী জুন ও জুলাই মাসের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানা ও ওয়ার্ডের সম্মেলনের নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। গতকাল গণভবনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করলে তিনি এ নির্দেশনা দেন। এ সময় নেতারা ইউনিট কমিটির নেতাদের ডাটাবেজ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। এ সময় ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, নির্বাচনের আগে দল গুছিয়ে শক্তিশালী হতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া ঢাকায় যারা ভোটার না তাদের ইউনিট কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখতে নিষেধ করেছেন। কারণ নির্বাচনের সময় তারা নিজ নিজ গ্রামে ভোট করতে চলে যান। তখন ঢাকায় লোকজন পাওয়া যাবে না।
তিনি জানান, জুন ও জুলাই মাসের মধ্যে থানা ও ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আনার বিষয়ে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন। তিনি আরো জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনের সাথে মহানগরের সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই আমরা মহানগরের কাজ গুছিয়ে নিচ্ছি।
মহানগর উত্তরের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী বলেন, ৮০২টি ইউনিট কমিটির ডাটাবেজ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে। আগামীকাল যৌথ সভার আয়োজন করা হয়েছে। এতে থানা-ওয়ার্ডের সম্মেলনের তারিখের বিষয়ে কথা হবে।
এদিকে একাধিক সূত্র বলছে, মহানগর আওয়ামী লীগের সম্মেলন জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবার বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। তারা যুক্তি দিয়েছেন সম্মেলনে নতুন নেতৃত্ব আসলে পূর্ণাঙ্গ কমিটি করতে সময় লাগে। নির্বাচনের আগ মূহূর্তে কমিটি করার কাজ করলে নির্বাচনী কাজে ঘাটতি দেখা দিতে পারে। তাই জাতীয় নির্বাচনের পর মহানগরের সম্মেলন হলে ভাল হয়। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে মোবাইলে ফোন করা হলে তারা রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ