Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদায় বেলায় আওয়ামী লীগ ভয়ংকর খেলায় মেতে উঠেছে

জাগপা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০০ এএম

শাসকগোষ্ঠী দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার পাঁয়তারা করছে অভিযোগ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা'র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগ সম্প্রতি জাতীয় রাজনীতিকে বিনা উস্কানিতে রক্তাক্ত করে তুলেছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণ মিছিল-সমাবেশের উপর প্রতিহিংসার আগুন ছড়িয়ে দিচ্ছে। বিদায় বেলায় আওয়ামী লীগ ভয়ংকর খেলায় মেতে উঠেছে।

গতকাল রোববার আসাদ গেট জিইউপি মিলনায়তনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত শফিউল আলম প্রধানের স্মরণ সভা ও বাংলাদেশের সংকটময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তাসমিয়া প্রধান বলেন, সুশাসনের জন্য রাষ্ট্র পরিচালনার প্রথম অঙ্গিকার হলো জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু গত ১৩ বছর ধরে দেশের জনগণ রাষ্ট্রীয় ও মৌলিক অধিকার গুলো ভোগ করতে পারেনি। বরং আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সকল প্রাতিষ্ঠানিক অঙ্গে নির্মম আঘাতের চিহ্ন দেওয়ালে দৃশ্যমান করেছে। যার কারণে রাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে অরাজনৈতিক ও একদলীয় শাসন ব্যবস্থা। সম্প্রতি বিরোধী মত দমনে চলছে গোলাবারুদ, লাঠি-সোটা এমনকি প্রকাশ্যে সশস্ত্র মহড়া। যার সীমাহীন তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠান, রাজপথ, ঘর-বাড়ীতে কোথাও নারীরা নিরাপদ নয়! তাই জাগপা মনে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য সরকার নব্য নীলনকশা তৈরি করছে। আওয়ামী অপশক্তির কাছে দেশ আজ রাজনৈতিকভাবে গভীর সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে।
জাগপা ঢাকা মহানগর সভাপতি আরিফ হোসেন ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এনায়েত আহমেদ হালিমের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপা'র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, সদস্য রিয়াজ রহমান, যুব জাগপা'র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ