Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিক নির্বাচনে তৈমূরই বিএনপির প্রার্থী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১১:২৫ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তৈমূর আলম খন্দকারকে চূড়ান্ত করেছে বিএনপি। গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক বৈঠকে  তৈমূর আলমকে দলীয় প্রার্থী হতে প্রস্তুতি নেয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে শনিবার (১৯ নভেম্বর) দুপুরে তৈমূর আলম খন্দকার  সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের যে পরিবেশ তাতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এটা দলীয় ম্যাডামকে (খালেদা জিয়া) জানিয়েছি। আমাদের প্রস্তুতি রয়েছে। ম্যাডাম যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই হবে।
গত বৃস্পতিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের এক পর্যায়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি জানান, নারায়ণগঞ্জের নির্বাচনে বিএনপি অংশ নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ