পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা একমাস এগিয়ে অগাস্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে এটি নেয়ার ঘোষণা দেয়া হয়েছিল ৩ সেপ্টেম্বর। গতকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। সভায় অংশ নেওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সৌমিত্র শেখর জানান, শিক্ষার্থীদের স্বার্থে সেশনজট শূন্যের কোঠায় আনতে পরীক্ষা এগিয়ে আনার এ সিদ্ধান্ত হয়েছে। আমরা যেন ১ জানুয়ারি থেকে সেশন শুরু করতে পারি, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। সেজন্যই সময় এগিয়ে নেয়া হয়েছে বলেন তিনি। শুক্রবারের সভায় ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর বিষয়েও মত এসেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তাদের নিজ এলাকায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও ফি আগামী ৩০ মে’র সভায় চূড়ান্ত হবে। গতবছর সাধারণ গুচ্ছের পরীক্ষার ফি ছিল ১ হাজার ২০০ টাকা। ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর বিষয়ে সৌমিত্র শেখর বলেন, সবকিছুরই দাম বেড়েছে, কাগজেরও দাম বেড়েছে। পরীক্ষার ফি বাড়ানো নয়, এটা যুগোপযোগী করা হবে। সহনীয় মাত্রায় থাকবে এটা।
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নিতে হবে। বাছাই করা বিশ্ববিদ্যালয় বা এর আশেপাশের সেন্টারে শিক্ষার্থীদের সিট পড়বে; যাতে ভর্তিচ্ছুরা নিজ এলাকায় থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পান বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।