Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত চট্টগ্রাম দ. জেলা আ’লীগ সভাপতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১১:০৬ পিএম

ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে চট্টগ্রাম লালদীঘি মাঠ থেকে বের হওয়ার সময় এক ছাত্রলীগ কর্মীকে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ভিডিও কনফারেন্স শেষে কয়েকজন নেতাকে টিভি চ্যানেলের রিপোর্টাররা ঘিরে ধরেন। প্রথমে তারা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামের বক্তব্য নেন। এরপর মোছলেম উদ্দিন আহমেদ নিজ থেকেই কথা বলার জন্য গণমাধ্যমের সামনে আসেন।  
মোছলেম উদ্দিনের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি, চিৎকার শুরু হয়।  মাথায় লাল টুপি দেয়া কয়েকজন তরুণ মোছলেম উদ্দিনকে ধাক্কা দেয়। এসময় কয়েকজন তাকে মারতে উদ্যত হয়। কয়েকজন এসে মোছলেম উদ্দিনকে রক্ষার চেষ্টা করলে তারাও রোষানলের শিকার হন। এ সময় আনুমানিক ৩০-৩৫ জন তরুণ মোছলেম উদ্দিনকে উদ্দেশ্য করে ‘দালাল’, ‘মোছলেম সওদাগর’, ‘দুর্নীতিবাজ’ প্রভৃতি কটূক্তি করে।
ধাক্কাধাক্কির এক পর্যায়ে মোছলেম উদ্দিন কয়েকবার নিজেই সোজা হয়ে দাঁড়িয়ে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত তরুণরা বারবার তার দিকে তেড়ে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমানসহ কয়েকজন নেতাকর্মী এসে তাকে কর্ডন করে মাঠের বাইরে নিয়ে যান।
প্রসঙ্গতঃ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও মোছলেম উদ্দিনের সমর্থিত দলীয় নেতাকর্মীদের দু’টি পক্ষের অন্তর্কোন্দল চলে আসছে বেশ কিছুদিন ধরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ