পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এবার আদালতের টয়লেটে হ্যান্ডকাপ দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বপন নামে এক আসামি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বেলা পৌনে ৩টার দিকে নিম্ন আদালতে এ ঘটনা ঘটে। স্বপন রাজধানীর রামপুরা থানার একটি ডাকাতি মামলার আসামি।
রামপুরা থানার ইন্সপেক্টর (অপারেশন) মুস্তাফিজুর রহমান জানান, গত ১৪ নভেম্বর রামপুরা এলাকার একটি ডাকাতি মামলায় স্বপনকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার পুলিশের একটি টিম তাকে নিম্ন আদালতে নিয়ে যায়। আদালতে হাজির করার আগে স্বপন টয়লেটে যেতে চাইলে পুলিশ তাকে অনমুতি দেয়। হ্যান্ডকাফ পরা অবস্থায় স্বপন টয়লেটে যায়। কিছু সময় পর গোঙ্গানির শব্দ পেয়ে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ বাথরুমের দরজা ভেঙে স্বপনের গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, হাতের হ্যান্ডকাফ দিয়ে গলায় আঘাত করায় সেখানে রক্ত জমাট বেঁধেছে। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। কিছুটা সুস্থ হলে কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গারো তরুণী ধর্ষণে অভিযুক্ত রাফসান হোসেন রুবেলকে ১৩ নভেম্বর আদালতে হাজির করা হলে হাতকড়া পরা অবস্থায় বিচারকের খাস কামরা থেকে পালিয়ে যায় সে। যদিও এ ঘটনার দু’দিন পর পুলিশের হাতে ফের গ্রেফতার হয় সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।