Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদের রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন : ইশা আন্দোলন

সিলেট অফিস | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১১:০৩ পিএম | আপডেট : ১২:০৬ এএম, ২০ নভেম্বর, ২০১৬

মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী সরকার ও সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর অব্যাহত নির্যাতনসহ চূড়ান্ত বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী সরকার রোহিঙ্গা মুসলমানদেরকে গণহারে হত্যা শুরু করেছে। তারা পৈশাচিক উন্মত্ততায় অসংখ্য নিষ্পাপ শিশুসহ নারী-পুরুষদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে। গ্রামের পর গ্রাম জ¦ালিয়ে দেয়া হচ্ছে, অথচ সব আন্তর্জাতিক সংস্থাসহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বরাবরের মতো নিশ্চুপ। নেতৃবৃন্দ রোহিঙ্গা মুসলমান ভাইদের উপর এই নিষ্ঠুর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে বাধ্য করার জন্য ওআইসিসহ মুসলিম রাষ্ট্রগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণে জোর দাবি জনান। সাথে সাথে বাংলাদেশ সরকারকে নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে না দিয়ে মানবিক আশ্রয়দানে এবং জরুরিভিত্তিতে আন্তর্জাতিক সব ফোরামে বিষয়টি উত্থাপন করে ভয়াবহ মানবিক সঙ্কট উত্তরণে যথাযথ ব্যবস্থা অবলম্বনের আহ্বান জানান। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার জন্য বক্তরা সিলেটবাসীর প্রতি আহ্বান জানান। গতকাল ১৯ নভেম্বর শনিবার বিকেলে মিয়ানমারে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট চত্বরে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সিলেট মহানগর সভাপতি মুফতি মো: ফখরুদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মো: নযির আহমদ, সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক মাওলানা নজির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি মো: ফজলুল হক, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহা: মাহমুদুল হাসানসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ