পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান গত ১৭ নভেম্বর পাঠাগারের সভাপতি আলী মো: আবু নাঈমের কাছে আনুষ্ঠানিকভাবে ওই অনুদানের চেকটি হস্তান্তর করেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, মতিউল হাসান ও মোহাম্মদ ইছমাইল, কোম্পানি সচিব সাইফুল আলম এবং পাঠাগারের সাধারণ সম্পাদক খাদিজা বেগম নিপাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর নাখালপাড়ায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারটির ক্রমাগত উন্নয়নে মার্কেন্টাইল ব্যাংক সবরকম সহায়তা দিয়ে আসছে। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।