Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আনসার আল ইসলামের ২ সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১২:৩১ এএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন, মো. রেজাউল করিম ওরফে রাজু ও মো. জুনায়েত মিয়া। গত বুধবার দিবাগত রাতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন-২ এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৫টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সিটিটিসির সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর জানান, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচার করতো। তারা আনসার-আল ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ করতো। পাশাপাশি তারা টেলিগ্রামে ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’ নামে একটি উগ্রবাদী চ্যানেল পরিচালনা করতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ