Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলে জনতা ব্যাংকের ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৪৭ পিএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের মাইজপাড়ায় জনতা ব্যাংকের ফরেন রেমিট্যান্স গ্রাহক সমাবেশ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জনতা ব্যাংকের মাইজপাড়া শাখা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেড এবং ওয়েস্টার্ণ ইউনিয়ন মানি ট্রান্সফারের আয়োজনে সমাবেশে জনতা ব্যাংক মাইজপাড়া শাখার ব্যবস্থাপক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জনতা ব্যাংক যশোর এরিয়া অফিসের ডিজিএম শেখ মো: শামছুজ্জামান, বিশেষ অতিথি ঢাকা প্রধান কার্যালয়ের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের এজিএম শেখ শফিকুল ইসলাম, যশোর এরিয়া অফিসের এজিএম মো: আব্দুল লতিফ, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জিল্লুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনতা ব্যাংক মাইজপাড়া শাখার গ্রাহক মো: আনোয়ার হোসেন, রিক্তা বেগম, শান্ত কুমার দে, নাসরিন সুলতানা, ইমরুল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিদেশে অবস্থানরত অনেক অভিবাসী হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে অর্থ পাঠিয়ে দেশের ক্ষতি করে চলেছেন। কখনো কখনো হুন্ডি ব্যবসায়ীদের প্রতারণায় পড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রবাসীদের অর্থ নিশ্চিতভাবে দেশে প্রেরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে প্রচার-প্রচারণা শুরু করেছে। বক্তারা জনতা ব্যাংকের গ্রাহকদের মাধ্যমে তাদের আত্মীয়স্বজনদের বিদেশ থেকে অধিক পরিমাণে ফরেন রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান। সমাবেশে জনতা ব্যাংক মাইজপাড়া শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ