Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুড ফেয়ারকে পৌনে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১২:৩১ এএম

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টি ও বেকারিপণ্য উৎপাদন এবং কারখানায় কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না করায় নগরীর আগ্রাবাদ রঙ্গীপাড়ার ফুড ফেয়ারের কারখানাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে রঙ্গীপাড়া কাঁচাবাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০টি বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৩৬ হাজার ৮২০ টাকা, আয়কর বাবদ ২৭ হাজার ও ভ্যাট বাবদ ৩ হাজার টাকা আদায় করা হয় এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করে কর ফাঁকি দেওয়ার দায়ে ২ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ