Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশের প্রথম বিদেশী ব্যাংক হিসাবে ই-জিপি’র তালিকাভুক্ত হলো স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৪৬ পিএম

স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ প্রথম বিদেশী ব্যাংক হিসাবে বাংলাদেশের জাতীয় অনলাইন প্রোকিউরমেন্ট পোর্টালে ই-পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসাবে তালিকাভুক্ত হয়েছে। গত ১৫ নভেম্বর পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর কার্যালয়ে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিপিটিইউ এর মধ্যে সমঝোতা চুক্তিস্বাক্ষরের মাধ্যমে এ স্বীকৃতি পায় স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ই-জিপি একটি সরকারী পোর্টাল এবং সক্রিয় টেন্ডারিং সাইট। যার মাধ্যমে অনলাইনে সকল প্রকার সরকারী দরপত্র সংঘটিত হয়ে থাকে। স্টান্ডার্ড ব্যাংকের এ তালিকাভুক্তির মাধ্যমে যে সকল গ্রাহক সরকারী দরপত্রে অংশগ্রহণ করতে চায় তারা অনলাইনে টেন্ডার আপলোড এবং সহজে টেন্ডার পেমেন্টের সুযোগ গ্রহণ করতে পারবে। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএমই বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহমেদ চৌধুরী। স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং প্রধান অপূর্ব জেইন ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিপিটিইউ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন Ñবিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ