Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

টোয়াব দ্বিবার্ষিক নির্বাচনী প্যানেল পরিচিত আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১২:৩২ এএম

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচন ২০২২-২০২৪ নির্বাচনী প্যানেল পরিচিত সভা আজ। আগামী ৩০ মে রাজধানীর আগারগাঁওস্থ পর্যটন ভবনে সকাল ১০-৪টা একটানা ভোট অনুষ্ঠিত হবে। ৪২৩জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন। টোয়াব নির্বাচনী বোর্ডের অন্যতম সদস্য আসলাম খান রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। টোয়াব নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে।
টোয়াব নির্বাচনে পরিবর্তনের ডাক নিয়ে মাঠে নেমেছেন সচেতন টোয়াব গণতান্ত্রিক ফোরামের প্যানেল প্রধান ড. মো. মামুন আশরাফী (এইচ.সি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর হোটেল ভিক্টোরী অডিটরিয়ামে সচেতন টোয়াব গণতান্ত্রিক ফোরামের প্যানেল পরিচিত ও বাংলাদেশের পর্যটনে টোয়াবের ভূমিকা শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সচেতন টোয়াব গণতান্ত্রিক ফোরামের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ফখরুল ইসলাম এতে সভাপতিত্ব করবেন। ড. মামুন আশরাফী টোয়াব নির্বাচনে বিজয়ী হলে বাংলাদেশের পর্যটন খাতে বৈপ্লবিক পরিবতন আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন।
অপর দু’টি প্যানেল হচ্ছে প্রজন্ম পরিষদ ও কনসার্স রিলায়েন্স ফোরাম। আজ পুলিশ কনভেনশন হল রুম এবং কাকরাইলস্থ ডিপ্লোম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ দু’টি প্যানেল পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ