Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আওয়ামী লীগের সময় শেষ: সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় শেষ। তাদের পায়ের নিচে মাটি নেই। কিন্তু বিএনপিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। এ অবৈধ সরকার ফের জোর করে ক্ষমতায় যেতে চাইবে। তাদেরকে প্রতিরোধ করতে হবে।’

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দল এ কর্মসূচি করে।
সেলিমা রহমান বলেন, দেশের মানুষ খেতে পারছে না। সরকার উন্নয়নের বুলি আওড়াচ্ছে। উন্নয়ন আগে নয়, আগে গণতন্ত্র। মানুষের ভোটের অধিকার দিতে হবে। ক্ষুধা নিবারণ করতে হবে।
তিনি বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা করেছে। কিন্তু পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করছে। অথচ ছাত্রলীগের কারও নামে মামলা হয়নি।
কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক নবীউল্লাহ নবী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ