Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্ব নিলেন ফায়ার সার্ভিসের নতুন ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০০ এএম

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের স্থলাভিষিক্ত হলেন। গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহাপরিচালক হিসেবে নির্ধারিত সময় দায়িত্ব পালন শেষে মো. সাজ্জাদ হোসাইন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন। বুধবার দুপুর পৌনে ২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এ উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’ এর আয়োজন করা হয়।

 

`vwqZ¡ wb‡jb dvqvi

mvwf©‡mi bZyb wWwR

 

÷vd wi‡cvU©vi

dvqvi mvwf©m I wmwfj wW‡dÝ Awa`dZ‡ii gnvcwiPvjK (wWwR) wn‡m‡e `vwqZ¡ wb‡q‡Qb weª‡MwWqvi †Rbv‡ij †gv. gvBb DwÏb| wZwb weª‡MwWqvi †Rbv‡ij †gv. mv¾v` †nvmvB‡bi ¯’jvwfwl³ n‡jb| MZKvj eyaevi we‡K‡j AvbyôvwbKfv‡e bZyb gnvcwiPvjK‡K `vwqZ¡ n¯ÍvšÍi K‡ib weª‡MwWqvi †Rbv‡ij †gv. mv¾v` †nvmvBb|

dvqvi mvwf©‡mi wgwWqv †m‡ji fvicÖvß Kg©KZ©v Dc-mnKvix cwiPvjK †gv. kvnRvnvb wkK`vi ¯^v¶wiZ GK msev` weÁw߇Z G Z_¨ Rvbv‡bv nq| gnvcwiPvjK wn‡m‡e wba©vwiZ mgq `vwqZ¡ cvjb †k‡l †gv. mv¾v` †nvmvBb dvqvi mvwf©m I wmwfj wW‡dÝ †_‡K †mbvevwnbx‡Z cÖZ¨veZ©b Ki‡jb| eyaevi `ycyi †cŠ‡b 2Uvq dvqvi mvwf©m I wmwfj wW‡dÝ Awa`߇i G Dcj‡¶ Ôwe`vq msea©bv I eiY AbyôvbÕ Gi Av‡qvRb Kiv nq|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ