পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আগামীকাল শুক্রবার নগরীর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। বিশেষ অতিথি থাকবেন সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব প্রিন্সিপাল ইউনুস আহমাদ।
এ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, আউটার স্টেডিয়ামের সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশে পরিণত হবে। সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও নগর ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম¥দ জান্নাতুল ইসলাম। সংবাদ সম্মেলনে পীর সাহেব চরমোনাই ঘোষিত দেশ ও মানবতার পক্ষের ১৫ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে শরিক হওয়া এবং সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।
এ সময় আবুল কাশেম মাতাব্বর, আল মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ ইবরাহীম খলিল, মাওলানা তরিকুল ইসলাম, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, মুহাম্মদ আব্দুর রহমান রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।