বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী
শেখ হাসিনার কটূক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল করেছে
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। বুধবার (২৫ মে) রাত ৮টায় মশাল মিছিলটি রাজধানীর নাইটেঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর পানিরট্যাঙ্কি অতিক্রম করে পুরানা পল্টন মোড়ের কাছাকাছি গিয়ে শেষ হয়।
বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডা. জাহিদুল কবির, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক নেতা মেহেবুব মাসুম শান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাসির উদ্দিন শাওনসহ প্রায় আড়াই শতাধিক নেতাকর্মী।মিছিল শেষে বিএনরি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, এ সরকারের সময় শেষ তাই বেসামাল হয়ে প্রধানমন্ত্রী উল্টা পাল্টা বলছেন। প্রধানমন্ত্রীর জায়গা গণভবন নয়, পাবনা পাঠানো উচিত।
তিনি বলেন বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে ওঠেছে। আন্দোলনের অচিরেই এ সরকারের বিদায় ঘন্টা বাজবে।