Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাথমিক শিক্ষা সমাপনীর মডেল টেস্ট

আছিয়া কামাল | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ৯:৪৩ পিএম


বিষয় : বাংলাদেশ ও বিশ্বপরিচয়


সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজধ
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ।    ১দ্ধ৪০=৪০
[৪০টি প্রশ্ন থাকবে ৪০টির উত্তর দিতে হবে। তন্মধ্যে ২০ হবে যোগ্যতাভিত্তিক।]
১.    মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
    ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. তাজউদ্দিন আহমদ ঘ. মওলানা ভাসানী
২.    মুক্তিফৌজ কাদেরকে বলা হয়?
    ক. অনিয়মিত বাহিনীকে খ. নিয়মিত বাহিনীকে
    গ. আঞ্চলিক বাহিনীকে ঘ. হানাদার বাহিনীকে
৩.    মুক্তিবাহিনী গঠন করার ক্ষেত্রে নিচের কোনটি সোমা সমর্থন করবে
    ক. মুক্তিযুদ্ধ পরিচালনা খ. পাকিস্তানিদের অবজ্ঞা করা
    গ. নৌসেনাদের সাহায্য করা ঘ. সেনাবাহিনীকে সাহায্য করা
৪.    কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন?
    ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন দাশ
    গ. তিতুতীর খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫.    ভারতবর্ষ স্বাধীন হয়ে কয়টি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়?
    ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ১
৬.    তোমার জানা মতে, বাংলায় ইংরেজদের আগমনের ক্ষেত্রে নিচের কোনটি অধিক সমর্থনযোগ্য?
    ক. যুদ্ধ করা খ. বাণিজ্য করা
    গ. সম্পদ লুণ্ঠন করা ঘ. ক্ষমতা দখল করা
৭.    ওয়ারী-বটেশ্বরের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় কী পাওয়া গেছে?
    ক. ছাপাঙ্কিত মুদ্রা খ. পোড়া মাটির ফলক
    গ.  ইস্পাতের ঢাল ঘ. পিতলের থানা-বাসন
৮.    মুসলিম শাসন আমলে বেশকিছুদিন কোথায় বাংলার সুলতানদের রাজধানী ছিল?
    ক. কুমিল্লা খ. ঢাকা গ. রাজশাহী ঘ. সোনারগাঁও
৯.    কোনটি রপ্তানি করে প্রতি বছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?
    ক. চা খ. তামাক গ. চিনি ঘ. পোশাক
১০.    বাংলাদেশে কয়টি চিনিকল রয়েছে?
    ক. ২৫ খ. ১৫ গ. ৩৫ ঘ. ৪৫
১১.    কত মাস পাকিস্তানি বাহিনীর পরিকল্পিত হত্যাকা- অব্যাহত থাকেÑ
    ক. সাত মাস খ. নয় মাস গ. দশ মাস ঘ. এগার মাস
১২.    পাকিস্তানি হানাদার বাহিনী দিশেহারা হয়ে পড়ে কেন?
    ক. খাদ্য সংকটে খ. পানি সংকটে
    গ. মুক্তিবাহিনীর বড় আক্রমণে ঘ. বৈরী আবহাওয়ায়
১৩. সিরাজউদ্দৌলার বড় খালার নাম কী?
    ক. চুমকি বেগম খ. রাহেলা বেগম
    গ. পটিয়া বেগম ঘ. ঘসেটি বেগম
১৪.    পাহাড়পুর প্রতœস্থলটি কত হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত?
    ক. ৮ হেক্টর খ. ১০ হেক্টর
    গ. ১২ হেক্টর ঘ. ১৪ হেক্টর
১৫.    শালবন বিহার দেখতে চাইলে তোমাকে কোথায় যেতে হবে বলে তুমি মনে কর?
    ক. ঢাকা খ. কুমিল্লা     গ. বগুড়া ঘ. নওগাঁ
১৬.    বাংলাদেশে প্রায় সব অঞ্চলের জলবায়ু কী চাষের জন্য বিশেষ সহায়ক?
    ক. ধান খ. গম গ. চা ঘ. ভূট্টা
১৭.    পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয় কেন?
    ক. সোনালী রং বলে খ. বৈদেশিক মুদ্রা অর্জন হয় বলে
    গ. প্রচুর উৎপাদন হয় বলে ঘ. সব সময় উৎপাদন হয় বলে
১৮.    বাংলাদেশ কোন পণ্য আমদানি করে?
    ক. কাঁচা পাট খ. চামড়া
    গ. হিমায়িত খাদ্য ঘ. শিল্পের কাঁচামাল
১৯.    কীভাবে জনগণের দক্ষতা বৃদ্ধি করা যায়?
    ক. বেকার ভাতা প্রদান করে খ. ত্রাণ বিতরণ করে
    গ. প্রশিক্ষণের মাধ্যমে ঘ. অবসর যাপনের ব্যবস্থা করে
২০. বাংলাদেশের কোন অঞ্চলের মানুষের জন্য খরা একটি মারাত্মক দুর্যোগ?
    ক. উত্তরাঞ্চল খ. দক্ষিণাঞ্চল
    গ. পশ্চিমাঞ্চল ঘ. পূর্বাঞ্চল
২১.    তুমি যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেল, তাহলে কোনটি ঘটবে বলে তুমি মনে কর?
    ক. বন্যা খ. অতিবৃষ্টি গ. খরা ঘ. ঘূর্ণিঝড়
২২.    স্বাধীনভাবে চলাচলের অধিকার কোন ধরনের অধিকার?
    ক. রাজনৈতিক অধিকার খ. অর্থনৈতিক অধিকার
    গ. ধর্মীয় অধিকার ঘ. মানবাধিকার
২৩.    আমরা সবাই রাষ্ট্রের কী হিসেবে বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা এবং অধিকার ভোগ করি?
    ক. নেতা খ. বিচারক গ. নাগরিক ঘ. সদস্য
২৪.     তোমার বন্ধু বড়দের সম্মান না করলে তুমি কী করবে?
    ক. বন্ধুকে মারধর খ. বন্ধকে গালাগালি
    গ. বন্ধুকে অপমান ঘ. বন্ধুকে বুঝিয়ে বলা
২৫.    অটিজম সমস্যায় আক্রান্ত শিশুদের কোন নামে ডাকা হয়?
    ক. অপশাল শিশু খ. অকটিক শিশু
    গ. অটিস্টিক শিশু ঘ. অটিক শিশু
২৬.    তোমিার কোন বন্ধু অটিস্টিক হলে তুমি কী করবে?
    ক. সহযোগিতা খ. কথা বলা বন্ধ
    গ. সম্পর্ক ছিন্ন ঘ. খেলাধুলা বন্ধ
২৭.    শ্রেণীনেতা হবে কতজন?
    ক. ১ জন খ. ২ জন গ. ৩ জন ঘ. ৪ জন
২৮.    কত সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠিত স্কুলটি প্রাথমিক বিদ্যালয়ে স্বীকৃতি পায়?
    ক. ১৯০৫ সালে খ. ১৯০৭ সালে
    গ. ১৯১১ সালে ঘ. ১৯১৫ সালে
২৯.    কে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন?
    ক. বেগম রোকেয়া খ. মার্গারেট থ্যাচার
    গ. কারা জেটকিন ঘ. অং সাং সুচি
৩০.    বিয়ের পর বেগম রোকেয়া শিক্ষার আরো প্রসার ঘটে কেন?
    ক. শ্বশুরের সহযোগিতায় খ. শাশুড়ির সহযোগিতায়
    গ. স্বামীর সহযোগিতায় ঘ. পিতার সহযোগিতায়
৩১.    গারোরা কোথায় বসবাস করে।
    ক. ময়মনসিংহ খ. মাগুরা গ. পটুয়াখালী ঘ. বাগেরহাট
৩২.    কারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করে?
    ক. গারো খ. খাসি গ. চাকমা ঘ. ¤্রাে
৩৩.    চিম্বুক পাহাড় কোন জেলায় অবস্থিত?
    ক. ময়মনসিংহ খ. কক্সবাজার
    গ. চট্টগ্রাম ঘ. বান্দরবান
৩৪.    ‘ওয়াংগালা’ কিসের প্রতীক?
    ক. সমুদ্রের খ. নদীর গ. পাহাড়ের ঘ. সূর্যের
৩৫.    গারোদের আচরণ ও অনুশীলন পরিবর্তিত হচ্ছে কেন?
    ক. বাঙালিদের প্রভাবে খ. আবহাওয়াগত কারণে
    গ. রাজনৈতিক কারণে ঘ. অর্থনৈতিক কারণে
৩৬.    দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোথায় পারমাণবিক বোমা ফেলা হয়?
    ক. জাপানে খ. জার্মানিতে গ. ইতালিতে ঘ. রাশিয়ায়
৩৭.    আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত একটি বিরোধের রায় দেয় কত সালে?
    ক. ২০০৮ সালে খ. ২০১০ সালে
    গ. ২০১১ সালে ঘ. ২০১২ সালে
৩৮.    ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    ক. প্যারিসে খ. জেনেভায় গ. ব্রাসেলসে ঘ. নিউইয়র্কে
৩৯.    বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
    ক. জেনেভা খ. নিউইয়র্ক গ. ওয়াশিংটন ঘ প্যারিস
৪০.    সীমা সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাগরিক হলে সে কোন দেশের নাগরিক?
    ক. বাংলাদেশ খ. ভারত গ. নেপাল ঘ. মালদ্বীপ।

২।    শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ।
১দ্ধ১০=১০
    ক. শিশু হিসেবে নিজেদেরকে ÑÑ রাখাও আমাদের দায়িত্ব।
    খ. আমাদের সমাজে অনেক অসুবিধাগ্রস্ত ÑÑ আছে।
    গ. নিয়মিত কর দেওয়া ÑÑ কর্তব্য।
    ঘ. রাষ্ট্র পরিচালনার জন্য সরকার বিভিন্ন ÑÑ গ্রহণ করে।
    ঙ. নিরাপত্তা নষ্ট হতে পারে এ রকম ÑÑ শিশুদের করা উচিত।
    চ. ÑÑ বস্তি বা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।
    ছ. বাংলাদেশে প্রায় ÑÑ জনসংখ্যাই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।
    জ. বর্তমানে বাংলাদেশে ÑÑ সমস্যা একটি প্রধান আলোচিত বিষয়।
    ঝ. জনসম্পদ হচ্ছে কোনো দেশের ÑÑ।
    ঞ. মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান হচ্ছে ÑÑ।

৩।    নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ।
১দ্ধ১০-১০
ক.    মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল?
খ.    ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত কোন সময়কাল?
গ.    ময়নামতির পোড়ামাটির ফলকে কী কী দৃশ্য রয়েছে?
ঘ.    বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান উল্লেখ কর।
ঙ.    আবহাওয়া ও জলবায়ু কাকে বলে?
চ.    মানবাধিকার কাকে বলে?
ছ.    বাংলাদেশে অধিক জন্মহারের কারণ কী কী?
জ.    সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখ।
ঝ.    কোন শিশুদের অটিস্টিক শিশু বলে?
ঞ.    গণতান্ত্রিক মনোভাব কাকে বলে?

৪।    কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর দাও (যোগ্যতাভিত্তিক)
    ৫দ্ধ৮=৪০
[ক, খ ও গ নং প্রশ্নসহ যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও।]
ক.    বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশ শাসনের প্রভাব কী ছিল?
খ.    লালবাগ দুর্গের নিদর্শনগুলোর বর্ণনা দাও।
গ.    বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব লিখ।
ঘ.    আমরা বাড়িতে কীভাবে মানবাধিকার চর্চা করতে পারি?
ঙ.    নারী নির্যাতনের নেতিবাচক প্রভাবগুলো কী?
চ.    সব জাতিগোষ্ঠীর মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?
ছ.    কীভাবে নাগরিকগণ রাষ্ট্রের শাসন কাজে অংশগ্রহণ করে?
জ.    অসাবধানে পথ চলা দুর্ঘনার অন্যতম কারণ। উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঝ.    কীভাবে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবন অভ্যস্ত করা সম্ভব?
ঞ.    অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন