Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১২:০১ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ বিন আজাদ এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার আনুমানিক সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ব্রাদার্স হাউজ নামে একটি মেসে ঘটনাটি ঘটে। সে রাজশাহীর পুঠিয়ার জহুরুল হক প্রামানিকের ছেলে।
আবিদের রুমমেট সাব্বির (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী) জানান, ক্লাস শেষে ক্যাম্পাসে খাবার খেয়ে বাজারে চুল কাটাতে যাই। রুমে এসে অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে আরেক পাশের জানালা দিয়ে ভেতরে দেখি, আবিদ সিলিং ফ্যানের রডে ঝুলছে। বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাই। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হন। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ঘরের দরজা ভেঙে ইবি থনার এসআই শহীদ আবিদের ঝুলন্ত লাশ নামান। লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া নিয়ে যাওয়া হয়।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ওই মেসে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক কাজ শেষে লাশটি কুষ্টিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তার পরিবারকে লাশটি হস্তান্তর করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি সত্যিই দুঃখজনক। আবিদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ