পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
তামাক ব্যবহারের কারণে শুধু স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষতি নয়, একই সঙ্গে অনেক ধরনের সামাজিক সম্ভাবনাগুলোরও ক্ষতি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনের যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্যে পৌঁছাতে হলে তামাক পণ্যের সহজলভ্যতা কমাতে আরও কার্যকর করারোপ করতে হবে। একইসঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে আরও জনকল্যাণমূলক করতে হবে। সোমবার (২৩ মে) বেসরকারি গবেষণা সংস্থা- উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘তামাক পণ্যে কার্যকর করারোপ বিষয়ক প্রাক-বাজেট আলোচনা’য় বক্তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য, বিষয় বিশেষজ্ঞ, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাক্ষণবাড়িয়া-৩), সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী (গাইবান্ধা ৪), সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (মহিলা আসন ১২), সংসদ সদস্য শামীমা আক্তার খানম (মহিলা আসন-২১), সংসদ সদস্য হাবিবা রহমান খান (মহিলা আসন-১৭), সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন (ব্রাহ্মণবাড়িয়া-১)।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. অরূপ রতন চৌধুরী (বিভাগীয় প্রধান, দন্ত চিকিৎসা বিভাগ, বারডেম), ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম (গবেষণা পরিচালক, সিপিডি), ড. তৈয়বুর রহমান (স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, আইইউবি), মো. মোস্তাফিজুর রহমান (লিড পলিসি অ্যাডভাইজার, সিটিএফকে, বাংলাদেশ), ড. তানিয়া হক (প্রফেসর, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
সভায় আলোচকরা বলেন, প্রস্তাবিত কর-কাঠামো বাস্তবায়ন করা গেলে অবশ্যই তামাক পণ্য ব্যবহারকারীর সংখ্যা কমে আসবে। পাশাপাশি নতুন ধরনের তামাকপণ্য উৎপাদন বন্ধ করতে হবে এবং রেস্টুরেন্টে তামাক সেবনের জন্য বিশেষ ‘স্মোকিং জোন’ তুলে দিতে হবে। একই সঙ্গে যেসব এলাকায় তামাক বেশি উৎপাদন হয় সেখানে প্রণোদনা দিয়ে কৃষকদের বিকল্প ফসল উৎপাদনে উৎসাহিত করতে হবে। ই-সিগারেট নিষিদ্ধ করতে হবে। তামাকপণ্য উৎপাদনে নতুন করে কোনও কারখানা সৃষ্টি করা যাবে না।
আলোচনার সভার মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা তামাক পণ্যে কার্যকর করারোপে সংসদ সদস্যরা সমাগত বাজেট অধিবেশনে বিষয়টি উত্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শুরুতে তামাক পণ্যে কার্যকর করারোপের বিষয়ে উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের একটি ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।