Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে চলছে অস্ট্রেলিয়ান শিক্ষামেলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১২:০১ এএম

রাজধানীতে চলছে অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা। গত শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৪ মে পর্যন্ত। প্যাক এশিয়া স্টাডি এব্রোড এর আয়োজনে প্যাক এশিয়া ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলা উক্ত মেলায় শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারছেন। মেলায় শিক্ষার্থীরা ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ পাচ্ছেন। মেলায় অস্ট্রেলিয়ার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের (এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়, লাট্রোব বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয় ও ইউএসকিউ সিডনি, সিআইএম ইন্সটিটিউট, ন্যাভিটাস এর ১৩টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজসমূহ ও নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়) প্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনিত শিক্ষার্থীদের স্কলারশিপসহ যোগ্যতা মূল্যায়ন করছেন। আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আরএমআইটি বিশ্ববিদ্যালয়, বিকাল ৩টা থেকে ৫ টা জেমস্ কুক বিশ্ববিদ্যালয় ও বøæ মাউন্টেইনস ইন্সটিটিউট প্রতিনিধিরা থাকবেন। ২৪ মে ইউনিভার্সিটি অব নিউ সাউথওয়েলস্, মোনাস বিশ্ববিদ্যালয় ও কার্টিন বিশ্ববিদ্যালয়, ওয়েষ্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় ও ইউটিএস কলেজের প্রতিনিধিগণ সরাসরি অংশগ্রহন করবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ