Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ থেকে রেলপথে পণ্য আমদানির অনুমতি দিলো ভারত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০১ এএম

বর্তমানে ভারত শুধু বাংলাদেশে পণ্য রফতানির জন্য রেলপথ ব্যবহার করে। ভারত থেকে বাংলাদেশে আসা কন্টেইনারগুলো ডেলিভারি শেষে খালিই ফেরত যায়। বাংলাদেশ থেকে রেলপথে সিল করা কন্টেইনারে পণ্য আমদানির অনুমতি দিলো ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)।
ভারতীয় সংবাদপত্র লাইভমিন্ট জানিয়েছে, দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। ভারতীয় কর কর্তৃপক্ষের একটি সূত্র অনুসারে, ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রণালয় এবং ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে রেললাইনগুলো আমদানির জন্য উন্মুক্ত করা হচ্ছে। বর্তমানে ভারত শুধু বাংলাদেশে পণ্য রফতানির জন্য রেলপথ ব্যবহার করে। ভারত থেকে বাংলাদেশে আসা কন্টেইনারগুলো ডেলিভারি শেষে খালিই ফেরত যায়। নতুন নিয়মের ফলে, রফতানির জন্য একই পথ ব্যবহার করতে পারবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ